পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

digitalsomoy

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্দ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সোমবার (১৫ আগস্ট) অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদের স্বাক্ষরিত বাণী পাঠ করে শুনানো হয়। দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন দূতাবাসের কর্মকর্তা জনাব কামিল। এরপর বক্তব্য রাখেন দূতাবাসের পক্ষ থেকে মিস আশা। উনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে সূচনা বক্তব্য রাখেন জনাব শেখ এরশাদুর রহমান।

 এছাড়া বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেত্রী তানিয়া আফরিন এবং সাবেক ছাত্রলীগ নেতা পোল্যান্ড বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে জনাব মোহাম্মদ মুনিরুজ্জামান। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।  বঙ্গবন্ধু ছিলেন বাংলার আকাশের উজ্জ্বলতম নক্ষত্র।  ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ভেবেছিল বাংলাদেশ থেকে চিরতরে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলবে। কিন্তু বঙ্গবন্ধু লোকান্তরে থাকলেও উনার চেতনায় উজ্জীবিত আওয়ামীলীগের তরুণ প্রজন্ম ঘরে ঘরে বেড়ে উঠছেন। বঙ্গবন্ধুর আদর্শ রয়ে যাবে চীর অম্লান।

 এছাড়া অনুষ্ঠানে বন্তব্য রাখেন বাংলাদেশের অনারারী কনসাল জনাব ওমর ফারুক। এছাড়াও পোল্যান্ডে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের ভেতর ছিলেন ইপিবিএর পোল্যান্ড শাখার সভাপতি জনাব খলিলুর কাইয়ূম এবং কমিউনিটির পক্ষ থেকে কাজী সাইফুদ্দিন বক্তব্য রাখেন।