সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

digitalsomoy

সিলেটে আ ফ ম কামাল নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (০৬ নভেম্বর) রাত ৯ টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আ ফ ম কামাল (৪২) সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন আলীনগর পালপুরের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। 

তিনি বলেন, বড়বাজার এলাকায় শাহী ঈদগাহ থেকে আম্বরখানার দিকে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।