নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
ডা. রাফাতের বিরুদ্ধে 'জিহাদে' উদ্বুদ্ধ তরুণদের আশ্রয় দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। ডা. রাফাত একটি জঙ্গি সংগঠনের সিলেট অঞ্চলেরও দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। সিলেট থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল গ্রেপ্তার করে বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা কিছু বলতে চাননি। ডা. শফিকুর রহমান জামায়াতের আমির হওয়ার আগে সিলেট মহানগর জামায়াতের আমির ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। সিলেট নগরীর শিবগঞ্জ ব্রাহ্মণপাড়া এলাকায় বাসা রয়েছে। সেখান থেকে রাফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
প্র্রসঙ্গত, ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাদেরকে জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা রাফাতের নাম উল্লেখ করেন।
তারা বলেন, রাফাতই তাদেরকে এ পথে আসার দাওয়াত দেন। এরপরই তাকে ধরতে অভিযান শুরু করে সিটিটিসি। তার অন্য সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।