হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাউল শিল্পী উদ্ধার

digitalsomoy

বরিশালের মুলাদীতে বাড়ির পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বাউল শিল্পীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতে ওই শিল্পীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

আহত বাউল শিল্পী কালাম সিকদার মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের বাসিন্দা।

কালাম শিকদার জানান, শুক্রবার দিনগত গভীর রাতে তিনি একা বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছে রাস্তার পাশে প্রস্রাব করতে বসেন। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা ৭/৮ জন দুর্বৃত্ত এসে তার মুখ চেপে ধরে। দুর্বৃত্তরা তার হাত-পা  ও মুখ বেঁধে মারধর করেন। পরে ঘর থেকে দুইশ গজ দূরে ফেলে রেখে যায়।

বাউল কালাম সিকদার বলেন, রাতে ঘরে না ফেরায় আমার মেয়ে প্রতিবেশীদের নিয়ে খুঁজতে বের হয়। গোঙানির শব্দ পেয়ে তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।