স্মার্ট সিটি করতে সহায়তা করবে বিসিএস

digitalsomoy

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিটি কর্পোরেশনকে তথ্যপ্রযুক্তি-বিষয়ক পরামর্শ প্রদানে ভূমিকা পালন করতে বৃহস্পতিবার নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে বিসিএস কার্যনির্বাহী কমিটি।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এবং বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস স্মার্ট সিটি গড়ে তোলার জন্য বিসিএস এর সহযোগিতাকে ইতিবাচক বলে ব্যক্ত করেন। ভবিষ্যতে দক্ষিণ সিটি কর্পোরেশন বিসিএস এর সঙ্গে একসাথে কাজ করার আশ্বাসও প্রদান করেন তিনি। মুজিব বর্ষে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সরকারি, বেসরকারি এবং সাধারণ মানুষদের সম্পৃক্ততা দরকার। বিসিএস ‘স্মার্ট সিটি’ বিষয়ে স্বউদ্যোগে দক্ষিণ সিটি কর্পোরেশনকে পরামর্শ প্রদান করার জন্যও সাধুবাদ জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের  মেয়র তাপস।