কারাবন্দি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর যুবদল।
বুধবার (১ মে) বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীতে এই বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বিক্ষোভ মিছিলটি নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে হরিকিশোর রায় রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে নেতারা বলেন, মিথ্যা গায়েবি মামলায় ফরমায়েশি সাজা দিয়ে যুবদল সভাপতি টুকুকে কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে এই যুবনেতার মুক্তি না দিলে রাজপথে ফ্যাসিস্ট সরকারকে কঠোর জবাব দেওয়া হবে।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল। এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।