ঢাকায় রাশিয়ান হাউসে রাশিয়ান ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হলো

digitalsomoy

ঢাকায় রাশিয়ান হাউসে রাশিয়ান ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হলো

 

ঢাকা ১৭ জানুয়ারি ২০২৫ :

ঢাকাস্থ রাশিয়ান হাউস, ১৬ জানুয়ারি ২০২৫ আরকার স্টুডিও এবং রাশিয়ান নলেজ সোসাইটি কর্তৃক নির্মিত রাশিয়ান স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যুব সংগঠনগুলোর জন্য এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের অংশ হিসেবে চারটি বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শিত হয়: "টেলস অফ আইলিন"; "হাউ মাল্টিন্যাশনাল রাশিয়া ওয়াজ ফর্মড"; "রাশিয়ান এগ্রিকালচারাল মেশিনারি-প্রোডাকশন গ্রোথ" এবং "স্মার্ট সিটি-সেফটি অ্যান্ড ইনোভেশন ফ্রম এনটেকলা"।

 

দর্শকরা প্রদর্শিত তথ্যচিত্রগুলোতে খুবই আগ্রহী ছিল, যেখানে রাশিয়ার জীবনযাত্রার বিভিন্ন দিক, এর প্রাকৃতিক সম্পদ, বৈজ্ঞানিক আবিষ্কার এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়।

 

The Russian House in Dhaka presented Russian documentary films

 

Dhaka 17 January 2025 :

The Russian House in Dhaka on Thursday organized a screening of Russian short documentaries by the Arkar Studio and the Russian Knowledge Society for students of schools, colleges and universities in Bangladesh, as well as public youth organizations.

 

As part of the program four diverse films were screened for the audience: "Tales of Aylyn"; "How Multinational Russia Was Formed"; "Russian Agricultural Machinery-Production Growth" and "Smart City-Safety and Innovation from NtechLa".

 

The audience was interested in the screened documentaries that covered various aspects of life in Russia, its natural wealth, scientific discoveries and cultural heritage.

momentumpl@gmail.com