৫০ নারী উদ্যোক্তা পেলেন ‘জয়ী’ অ্যাওয়ার্ড

digitalsomoy

দেশের নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর আয়োজনে ‘উই সামিট ২০২১’-এর সফল সমাপনী হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে সারাদেশ থেকে আগত উই’র হাজারের অধিক উদ্যোক্তার অংশগ্রহণে সামিটের বিভিন্ন সেশানে অতিথিরা নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকে স্বাবলম্বী করে তুলতে আরো বেশি প্রান্তিক পর্যায়ে কাজের আশাবাদ ব্যক্ত করেন। 

উই সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ডে সম্মানীত করা হয়।

সমাপনী দিনের আয়োজনে তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন। অতিথি হিসেবে আরো ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি,  বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার, সিল্কক গ্লোবাল এর প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম,  উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। 

দিনের আরেকটি আয়োজনগুলোতে আরো  উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের এমডি এবং সিইও সৈয়দ আলমগীর, আইসিটি ডিভিশনের সিনিয়র সেক্রেটারী এনএম জিয়াউল আলম পিএএ,  সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। 

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন বলেন," আজকের বাংলাদেশের নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো উই। আমি অবাক হয়েছি আমাদের প্রান্তিক পর্যায়ের নারীদের সফলতার এই কথা জেনে, আমাদের সরকার আরো বেশী করে আপনাদের সহযোগী থাকবে।" 

তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘উই এর পথচলায় আমরা আইসিটি ডিভিশন সবসময় সমর্থন দিয়ে আসছি, আমি খুবই আনন্দিত এত বড় সামিটে আপনাদের অংশগ্রহনে। আমাদের সরকারের সকল সহযোগীতা আপনাদের জন্য সবসময়ই থাকবে।’ 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,‘চমৎকার এক উদ্যোগের কথা জানলাম আমি, আমাদের নারীদের এই উদ্যোগের সাথে আমরা আছি সবসময়। শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও উই এর কার্যক্রমের নানা কার্যক্রম শুরু হতে পারে।’

লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের এমডি খাজা শাহরিয়ার বলেন,‘লংকাবাংলা ফাইনান্স লিমিটেড এই আয়োজনের মাধ্যমে আপনাদের পাশে থাকার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। নারী উদ্যোক্তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে সর্বাত্ত্বক সহযোগীতা।’

দিনের অন্যান্য আয়োজনে সকালে ‘ব্যবসায়ে পরিকল্পনা কেন অনেক গুরুত্বপূর্ন’ শিরোনামের কর্মশালায় উই এর উপদেষ্টা কবির সাকিবের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুর নুসরাত এর প্রতিষ্ঠাতা নুসরাত লোপা, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট শাহিদুল মুনির, লংকাবাংলা ফাইনান্স লিমিটেডের সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম।