টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ নিয়ে কথা বললেন মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিষ্টি। তিনি লেখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!’
মাহমুদুল্লাহর স্ত্রীর পোস্টের নিচে অনেকেই মন্তব্য করছেন। বেশিরভাগ মন্তব্যেই মাহমুদুল্লাহকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে লেখা হচ্ছে। অনেকে আবার প্রশ্ন তুলছেন নির্বাচকদের যোগ্যতা নিয়েও।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২১ টি-টোয়েন্টি খেলা মাহমুদুল্লাহর ব্যাট সাম্প্রতিক সময়ে খুব উজ্জ্বল ছিল না । গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপের আগ পর্যন্ত ১৪ ইনিংসে ১৭.৪১ গড় ও ১০০.৪৮ স্ট্রাইক রেটে ২০৯ রান করেন মাহমুদুল্লাহ। এশিয়া কাপেও খুব উজ্জ্বল ছিল না তার নৈপুণ্য । আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে করেন ২৫ রান, শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ২২ বলে ২৭ রান। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ভাষায় যা প্রত্যাশা পূরণের মতো নয়।
গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার অধীনে কোনো মতে কোয়ালিফায়ার রাউন্ড পেরুলেও সুপার টুয়েলভে সব ম্যাচ হারে বাংলাদেশ।
গত জিম্বাবুয়ে সফরের আগে বাধ্যতামূলক বিশ্রামের আদলে বাদ দেওয়া হয় মাহমুদউল্লাহকে। যদিও সিরিজের শেষ ম্যাচে আবার নাটকীয়ভাবে ফেরেন, তবে পাননি নেতৃত্ব।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ টেস্ট থেকে গত বছর অবসরে গেছেন। টি-টোয়েন্টি দল থেকে এবার বাদ পড়লেন।
এদিকে আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের দল বুধবার (১৪ সেপ্টেম্বর) ঘোষণা করে বাংলাদেশ। এতে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া আর নাজমুল হোসেন শান্তর জায়গা পেয়েছেন।
সবার সিদ্ধান্তে রিয়াদকে বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।