এই ম্যাচে নেইমার খেলতে পারেননি পিএসজির হয়ে। তবে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপের জাদুতে তার অভাব টেরই পেল না পিএসজি। অ্যাজাকসিওর বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে দলটি, লিগ আঁ’র শীর্ষেও জাঁকিয়ে বসা হয়ে গেছে তাতে। অ্যাজাকসিওর বিপক্ষে যে শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছে দলটি!
মেসি-এমবাপের নৈপুণ্যে শুক্রবার রাতে অ্যাজাকসিও'র বিপক্ষে ৩-০ গোলের জয় পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ জয়ের মধ্য দিয়ে লিগের শীর্ষ স্থানে নিজের জায়গাটি আরও পাকা করে নিলো গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে আরও একবার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু এমবাপে তা কাজে লাগাতে পারেননি। ফ্যাবিয়ান রুইজের শটটাও এরপর যায় পোস্টের একটু বাইরে দিয়ে। ফলে ১-০ গোলে এগিয়েই বিরতিতে যেতে হয় প্যারিসিয়ানদের।
পিএসজি তাদের দ্বিতীয় গোলের দেখা পায় ৭৮ মিনিটে। হুয়ান বের্নাতের সঙ্গে দেওয়া নেওয়া করে বল নিয়ে বক্সে চলে আসেন মেসি, পাস বাড়ান এমবাপেকে, তার দারুণ ব্যাকহিল ফ্লিকে গোলরক্ষকের সামনে এগোতে থাকা মেসিকে খুঁজে নেয়, আর্জেন্টাইন তারকা এরপর গোলরক্ষককেও ফাঁকি দিয়ে বলটা জড়ান ফাঁকা জালে।
এর পরের মিনিটেই পিএসজি তৃতীয় গোলটা পেয়ে যায়। এই গোলেও জড়িয়ে আছে মেসি-এমবাপের নাম। বক্সের একটু বাইরে থেকে মেসি বলটা বাড়ান এমবাপেকে, সেটা কোনোরকম আয়ত্বে নিয়েই ফরাসি তারকা শট নেন বাঁ পাশের পোস্টে, তা গিয়ে জড়ায় জালে। এই গোলের ফলে নেইমারকে টপকে যান দু’জনেই।
খেলার শুরু থেকেই নবাগত দল অ্যাজাকসিওকে চেপে ধরে ছিলো চ্যাম্পিয়নরা। সেই সুবাদে ১৩ মিনিটেই ফ্রি কিক থেকে এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে মেসির দারুণ ফ্রি কিকটি আটকে দেন অ্যাজাকসিও গোলরক্ষক বেনজামিন লেরয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারিদের। ম্যাচের ২৪তম মিনিটে মেসির থ্রু বলে ডি বক্সে ঢুকে জালে বল জড়ান কিলিয়ান এমবাপে।
প্রথমার্ধে গোল করার আরও কিছু সুযোগ পেয়েছিলো পিএসজি। তবে জালে বল জড়াতে না পারারা কারণে ১-০ ব্যবধানে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠেন মেসি-এমবাপেরা। স্বাগতিকদের ডি-বক্সে একের পর এক আক্রমণ চালাতে থাকেন। অবশেষে ৭৮ মিনিটে তাদের আক্রমণ সফলতা পায়। ডি বক্সের বাইরে থেকে এমবাপে পাস দেয় মেসিকে। মেসি নিজ দক্ষতায় অ্যাজাকসিওর গোলরক্ষক লেরয়কে পরাস্তকে করে গোল ব্যবধান দ্বিগুণ করেন।
মেসির গোলের তিন মিনিট পরেই ম্যাচের শেষ গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। গোলটি করেন এমবাপে তবে এ গোলেরও কারিগর মেসি। বক্সের একটু বাইরে থেকে মেসি বলটা বাড়ান এমবাপেকে, সেটা কোনোরকম আয়ত্বে নিয়েই ফরাসি তারকা শট নেন বাঁ পাশের পোস্টে, তা গিয়ে জড়ায় জালে।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ের মধ্য দিয়ে লিগে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।