কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

digitalsomoy

জেলায় প্রথমবারের মতো বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন।

বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড  বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময়ে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত সর্বশেষ সমন্বিত তালিকা মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৪৬৭ টি স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ  বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধারা স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ সকলেই পাবেন। আশা করি এ ডিজিটাল সনদ-পরিচয়পত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকার ঘোষিত সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

ডিজিটাল সনদ-পরিচয়পত্র বিতরণের সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমান্ডার শাহজাহান সাজসহ ইউনিয়ন কমান্ডারবৃন্দ।