করোনা: শনাক্ত ৪৬, মৃত্যু একজনের

digitalsomoy

দেশে গত একদিনে আরও ৪৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে একজনের। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্তের হার নেমে এক শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪২৬ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন ৪৬ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮২৪ জন।

আজ রোববার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন।

২৪ ঘণ্টায় চার হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৬২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৭টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে গত একদিনে কেউ করোনাভাইরাস আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত একদিনে ২৯ জেলায় কোনো নমুনাই পরীক্ষা হয়নি।