আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপেন ত্রিপুরা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দীপেন খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সুকুমার ত্রিপুরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনার পতাকা বাঁশে লাগিয়ে তা উঁচু স্থানে লাগানোর জন্য গাছে ওঠেন দীপেন। এসময় বাঁশটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। বাঁশটি কাঁচা হওয়ায় সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে দীপেন মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপেনকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।