মাগুরায় যিনিই জিতবেন, তিনিই আওয়ামী লীগের: সাকিব আল হাসান

digitalsomoy

মাগুরায় যিনিই জিতবেন, তিনিই আওয়ামী লীগের- এমন মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের বিভক্তি নিয়ে প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘এখানে বেশিরভাগ প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতি করা মানুষ। ফলে যিনিই জিতবেন, তিনিই আওয়ামী লীগের। যিনি হারবেন, তিনিও আওয়ামী লীগের। 

রোববার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন কোর্সের উদ্বোধন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন সংসদ সদস্য। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিবের পাশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বসা ছিলেন।

সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন ঘিরে জেলা আওয়ামী লীগের বিভক্তি নিয়ে এক প্রশ্নে সংসদ সদস্য সাকিব বলেন, ‘দেখেন, আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেছি। আমি এই দলের একটা অংশ। এখন এই দল কীভাবে চলবে, সেটা দল নির্ধারণ করবে।’