কৃষিবিদ ইনস্টিটিউশনে ঘটনা পরিদর্শনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

digitalsomoy

কৃষিবিদ ইনস্টিটিউশনে ঘটনা পরিদর্শনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

 

ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫ :  

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ কৃষিবিদ ইনস্টিটিউশনে গিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে অবহিত হন।

সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের তিনি বলেন, স্বনামধন্য এ প্রতিষ্ঠানে কোনো প্রকার বিশৃঙ্খলা কাম্য নয়। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।

সম্প্রতি মিরপুর বিজয় রাকিন সিটিতে বিভিন্ন গ্রুপের অন্তর্কোন্দলে আবাসিক এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল মর্মে উপদেষ্টার কাছে অভিযোগ আসে।

তারই পরিপ্রেক্ষিতে খবর পেয়ে উপদেষ্টা সরজমিনে গিয়ে অভিযোগকারীদের কথা শোনেন।

তিনি তাদেরকে অভিযোগ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে তদন্তসাপেক্ষে সহায়তার নির্দেশ প্রদান করেন।