জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত ও পরে প্রধান উপদেষ্টা ড. মুুহাম্মদ ইউনূস এর উদ্যোগে মুক্তি পাওয়া দেশে ফেরত ক্ষতিগ্রস্ত ১৮৯ জন প্রবাসীর মধ্য থেকে ৮ জনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর সাথে।
এ সময় তিনি প্রবাসীদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো মনযোগ সহকারে শুনেন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুণঃর্বাসনের জন্য তাদের দলের পক্ষ থেকে সরকারকে সুপারিশ করার ব্যাপারে ঐক্যমত পোষন করেন।
প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম, খালেদ সাইফুল্যাহ, মীর রাযীব উল হাসান, মোঃ আনোয়ার হোসেন, নাজির হোসেন, শেখ মোঃ সুমন, জাহাঙ্গীর ও মোঃ ইয়াছিন।