বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রায় ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষর

digitalsomoy

বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রায় ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষর

 

ঢাকা ফেব্রুয়ারি ০৩ ২০২৫:

 

জাপান সরকার বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (সমপরিমাণ আনুমানিক ৬৪ দশমিক ৮৭ কোটি টাকা বা ৫ দশমিক ৪৫ মিলিয়ন ইউএস ডলার) অনুদান সহায়তা প্রদান করবে। এ বিষয়ে আজ বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর বাস্তবায়িতব্য ‘Project for the Improvement of Equipment for Air Pollution Monitoring’ শীর্ষক প্রকল্পের অনুকূলে অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত SAIDA Shinichi ‘বিনিময় নোট’ ও ঢাকায় নিযুক্ত জাইকা’র চিফ রিপ্রেজেন্টেটিভ ICHIGUCHI Tomohide ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের Parliamentary Vice Minister for Foreign Affairs, IKUINA Akiko এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রামে যানবাহন থেকে নির্গত দূষিত বায়ুর প্রভাব বিশ্লেষণের জন্য Continuous Air Monitoring Stations (CAMS) স্থাপন এবং বায়ু দূষণকারী উপাদান পরিমাপ ও বিশ্লেষণ করা। পরিবেশ অধিদপ্তর মার্চ ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।