ড্রেপ্যাক ডিজিটাল রাইটস সম্মেলন আয়োজিত হলো বাংলাদেশে

digitalsomoy

ড্রেপ্যাক ডিজিটাল রাইটস সম্মেলন আয়োজিত হলো বাংলাদেশে

ঢাকা ফেব্রুয়ারি ০৩ ২০২৫:

ডিজিটাল রাইটস, ইন্টারনেট গভর্নেন্স, অনলাইন ফ্রিডম ইত্যাদি বিষয়ে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ড্রেপ্যাক ডিজিটাল রাইটস কনভেনিং বাংলাদেশ (DRAPAC Digital Rights Convening Bangladesh)’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস (‌এপিসি/APC) ও এনগেজমিডিয়ার (EngageMedia)সহযোগিতায় ডিজিটালি রাইট লিমিটেড (Digitally Right Limited) এ সম্মেলন আয়োজন করে । এটি ডিজিটাল রাইটস এশিয়া-প্যাসিফিকের (ড্রেপ্যাক) জাতীয় পর্যায়ের তৃতীয় সম্মেলন।

 সম্মেলনে মানবাধিকার কর্মী, নীতিনির্ধারক, মিডিয়া কর্মী, আইন বিশেষজ্ঞ, একাডেমিকস, শিল্পী এবং বেসরকারী প্রযুক্তি বিষয়ক প্রতিনিধিরা বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন। সম্মেলনে আইসিটি বিষয়ক নীতিনর্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা, অনলাইন নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মিসইনফরমেশন বিষয়ে আলোচনা হয়।

 ‘টুয়ার্ডস এ ফ্রি অ্যান্ড ওপেন ডিজিটাল স্পেস’ শীর্ষক উদ্বোধনী সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আই-সোশ্যাল লিমিটিডের চেয়ারপার্সন ড. অনন্য রায়হান, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বক্তব্য রাখেন। এপিসির এশিয়া ডিজিটাল রাইটসের প্রধান পভিত্রা রামানুজাম সেশনটি পরিচালনা করেন। সম্মেলনে মৌলিক অধিকারের সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল নীতির প্রয়োজনীতার উপর জোর দেয়া হয়।

‘অ্যাড্রেসিং ইন্টারনেট গভর্নেন্স থ্রু ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক আলোচনায় উন্মুক্ত ও নিরাপদ ইন্টারনেট নিশ্চয়তায় সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। এই আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, টেলিনর এশিয়ার জোহান মার্টিন সিল্যান্ড, অনুসন্ধানী সাংবাদিক তাসনিম খলিল, শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক। আর অনলাইনে যুক্ত ছিলেন অ্যাকসেস নাও-এর রমন জিৎ সিং চিমা। ডিজিটালি রাইট লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী সেশনটি পরিচালনা করেন।

‘ফ্রি এক্সপ্রেশন অ্যান্ড অনলাইন সেফটি – ইমপ্লিকেশনস অব দ্য সাইবার প্রটেকশন অর্ডিনেন্স অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেশনে আইন বিশেষজ্ঞ ও অ্যাকটিভিস্টরা বাকস্বাধীনতা ও ডিজিটাল রাইটসের সাম্প্রতিক আইন প্রণয়নের প্রভাব নিয়ে আলোচনা করেন। এখানে আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে ছিলেন আইসিটি সমন্বয় ও সংস্কারের পলিসি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ব‍্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভের (জিএনআই) উসামা খিলজি এবং দৃক গ্যালারীর ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলম। এনগেজমিডিয়ার সিনিয়র ম‍্যানেজার(যোগাযোগ) সারা পাসিয়া সেশনটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ডিজিটালি রাইটের টেক পলিসি ফেলোদের কাজ নিয়েও আলোচনা করা হয়। ফেলোরা ডিজিটাল রাইটস রক্ষায় নিজেদের দৃষ্টিভঙ্গি ও তাদের গবেষণার ফলাফল তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশে ডিজিটাল রাইটসের বিভিন্ন স্টেকহোল্ডারদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়। সম্মেলনে অনলাইন ফ্রিডমের ঝুঁকি মোকাবেলায় উন্মুক্ত ও টেকসই ডিজিটাল পরিবেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এপিসি, এনগেজমিডিয়া এবং ডিজিটালি রাইটের প্রতিনিধিরা।

DRAPAC held to Strengthen Advocacy for Digital Freedoms

Dhaka, 3 February 2025 :

The DRAPAC Digital Rights Convening Bangladesh brought together a diverse array of stakeholders today at the Bangabandhu International Conference Center (BICC) to discuss critical issues surrounding digital rights, internet governance, and online freedoms in the country. Organized by APC and EngageMedia, in collaboration with Digitally Right Limited (DRL), the event marked the third national-level meet-up as part of the Digital Rights Asia-Pacific (DRAPAC) Assembly series.

The convening provided a platform for human rights defenders, policymakers, media professionals, legal experts, academics, artists, and representatives from the private tech sector to examine the evolving digital landscape in Bangladesh. Discussions focused on issues such as surveillance, freedom of expression, online safety, and misinformation, with an emphasis on promoting transparency, accountability, and a rights-based approach to ICT policymaking.

The opening plenary, titled “Towards a Free and Open Digital Space”, featured insights from Dr. Iftekharuzzaman, Executive Director of Transparency International Bangladesh; Dr. Ananya Raihan, Chairperson of i-Social Limited; Huma Khan, Senior Human Rights Adviser at the UN Resident Coordinator's Office; and Dr. Mahdi Amin, Adviser to the Acting Chairman of the Bangladesh Nationalist Party (BNP). The session was moderated by Pavitra Ramanujam, Asia Digital Rights Lead at APC, and underscored the urgent need for inclusive digital policies that protect fundamental rights.

A panel on “Addressing Internet Governance through Transparency and Accountability” explored the responsibilities of governments and tech companies in ensuring an open and secure internet. Speakers included Brigadier General Mohammad Khalil Ur Rahman of BTRC, Johan Martin Seland from Telenor Asia, investigative journalist Tasneem Khalil, ShareTrip’s CEO Sadia Haque, and Raman Jit Singh Chima from Access Now.

Another key session, “Free Expression and Online Safety – Implications of the Cyber Safety Ordinance and Beyond”, featured legal experts and activists analyzing the impact of recent legislative developments on free speech and digital rights. Panelists included Faiz Ahmad Taiyeb, Policy Adviser to for ICT Coordination and Reform; Barrister Sara Hossain of BLAST; Supreme Court lawyer Barrister Jyotirmoy Barua; Usama Khilji of the Global Network Initiative; and Dr. Shahidul Alam, Managing Director of Drik.

The event also highlighted the work of Digitally Right’s Tech Policy Fellows, who presented their perspectives on technology and society, emphasizing youth-driven innovation and advocacy in the digital rights space.

Closing remarks reaffirmed the importance of multi-stakeholder collaboration in advancing digital rights in Bangladesh. Representatives from APC, EngageMedia, and Digitally Right Limited stressed the need for sustained engagement to counter threats to online freedoms and ensure an open and rights-respecting digital environment.

momentumpl@gmail.com