ফ্রান্সে প্রবাসীদের পাশে ফেনী সমিতির স্বেচ্ছাসেবক টিম

digitalsomoy

ফ্রান্সে বসবাসরত ফেনীর প্রবাসীদের যেকোন দুর্ঘটনায় সহযোগিতায় ফেনী সমিতি প্যারিস দশজনের একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে।  এমন কি ফ্রান্সে নবাগত ফেনী জেলার যেকোনো প্রবাসীকে সব ধরনের সহযোগিতা এবং প্রবাসে কেউ মারা গেলে তার মরদেহ দেশে প্রেরণসহ সব ধরনের সহযোগিতায় এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে বলে ঘোষণা করেন ফেনী সমিতি প্যারিসের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন।

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি  স্থানীয় একটি পার্কে সংগঠনটির সভাপতি কুতুব উদ্দিন জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

সভায় বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত মেম্বার, সহ সভাপতি মাঈনুদ্দিন খোকন, সাইফুর রহমান বিপুল, এবিএম ফারুক, খান মনির উল্লাহ, টিপু মিয়া, নাছির মজনু, মীর হোসেন হারুন, আলী রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম মাসুদ, জাফর উল্যাহ সবুজ, জিয়াউল হক, আইনুল হোসেন মানিক, মিনহাজুল আলম রিগেন, আসিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নাসির, সালাউদ্দীন সোহেল, কোষাধক্ষ্য সামছুল আরিফ, প্রচার সম্পাদক সাফায়েত জামিল, আরিফ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমেদ রনি, দফতর সম্পাদক মাসুদ আল আজাদ, মোহাম্মদ ওসমান গনি, মোয়াজ্জেম হোসেন মানিক, মাহমুদুল হাসান রুবেল, আব্দুল আহাদ শাহীন, তানভীর হোসেন ডালিম প্রমুখ।

সভাপতি কুতুব উদ্দিন জিকো বলেন, ফ্রান্সের ফেনীর দুই কৃতি সন্তান প্যারিস বন্ধু মরহুম শহিদুল আলম মানিক ও মরহুম এইচএম হায়দার মসজিদ প্রতিষ্ঠা, শহীদ মিনার তৈরির প্রচেষ্টা এবং বাংলাদেশিদের লাশ দেশে প্রেরণসহ সমাজসেবামূলক কাজ করে বাংলাদেশি কমিউনিটিতে অনুকরণীয় ও চিরস্মরণীয় হয়ে থাকবেন, তাঁদের শেখানো মানবকল্যাণের পথে ফেনী সমিতি প্যারিস হাঁটতে চায় ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এ সংগঠনটি দল মত নির্বিশেষে প্রবাসীদের কল্যাণ, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ইতিবাচক কাজ করে প্রবাসে দেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করবে ।

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে